July 25, 2025, 3:38 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, চাচাতো মামা কারাগারে

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার টুনিকে (৯) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ মামলায় ফজর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ জুলাই) বিকালে তাকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

ফজর আলী একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং সম্পর্কে সাদিয়ার মামার চাচাতো ভাই।

জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে সাদিয়া তার বাবার সঙ্গে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায়। নদীর কাছে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে সে বাবাকে রেখে একা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে পাট ক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

শনিবার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এ ঘটনায় সাদিয়ার বাবা চুন্নু মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা রুজু করেন। পুলিশ এ ঘটনায় আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ফজর আলী গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

কিশোরগঞ্জের কটিয়াদী-হোসেনপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী জানিয়েছেন, ফজর আলীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা