October 31, 2024, 5:29 pm

গজারিয়ায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মেম্বার পদে মোঃশাহজাদা শিকদারের মনোনয়ন ফরম জমাদান।

০৮ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৪নং ভবেরচর ইউনিয়নের ১নং আনারপুরা ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী যুবনেতা মোঃশাহজাদা শিকদার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ বৃহস্পতি বার সকাল ১১ঘটিকায় উপজেলার নির্বাচন কমিশনার এর কার্য্যলয়ে কমিশনার আবু তালেব এর কাছে মনোনয়ন ফরম জমাদান করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা,সাবেক ইউঃপিঃ সদস্য নাসির উদ্দিন,শফিউল্লাহ মেম্বার,সাইফুল শিকদার, অবঃসেনা সদস্য খোকন সরকার,তানভীর হক শিকদার মুকুল,হুমায়ন কবির,মালেক মিয়া, আনিসুর রহমান সেলিম,ফারুক হোসেন,আলী হোসেন,আর এফ রহমান উজ্জ্বল,নুর হোসেন, ওসমান সরকার,লুৎফর রহমান শিকাদার বাদল প্রমুখ।

মনোনয়ন ফরম জমাদান শেষে যুবনেতা মোঃশাহজাদা শিকদার বলেন,আমি ১নং আনারপুরা গ্রামবাসীর প্রত্যাশা পূরণে প্রার্থী হয়েছি আমরা পারিবারিক ভাবেই এই গ্রামের মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম,আছি। আমার বড় ভাই এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ছিলেন,এবার আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই,ইনশা আল্লাহ যদি আপনাদের সহযোগিতায় ইউঃপিঃ সদস্য নির্বাচিত হই,আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আনারপুরাকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। মনোনয়ন ফরম জমাদানে শাহজাদা শিকদারের সাথে পাঁচ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা