১৩ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামে কমিউনিটি ক্লিনিকে যাওয়ার ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ করে দিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী,উপজেলা আওয়ামী লীগ নেতা ও হোসেন্দী ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আক্তার হোসেন। সরেজমিনে ঘুরে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়,গত কয়েক বছর যাবৎ উপজেলার নাজিরচর গ্রামের কমিউনিটি ক্লিনিকে যাওয়ার রাস্তাটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়।যার ফলে ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়া আসায় সেবা গ্রহণকারীদের পড়তে হয়েছে দূর্ভোগে।সাধারন মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে এবার তিনি ব্যক্তিগত অর্থায়নে এ রাস্তার সংস্কার কাজ করছেন।
এ বিষয়ে একাধিক সেবা গ্রহিতারা বলেন,আক্তার হাজী এলাকার মানুষের জন্য অনেক কাজ করেন,এ রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধা হতো,রাস্তাটি সংস্কারের ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন,গত করোনাকালীন সময় থেকে তিনি হোসেন্দী ইউনিয়নের সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন,এলাকার হতদরিদ্র কর্মহীন মানুষদের সব সময় সাহায্য সহযোগিতা করেন। এ বিষয়ে হাজী আক্তার হোসেন বলেন,নাজিরচরে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা মানুষের দূর্ভোগের কথা শুনা মাত্র’ই সংস্কারের উদ্যোগ নিয়েছি,এই ক্লিনিকে আশে পাশের ৩/৪গ্রামের মানুষ,চিকিৎসা সেবা নিয়ে থাকে আশা করি এলাকার লোকজনের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে।তিনি আরো বলেন শুধু এখানে না আমার ইউনিয়নের যেকোন স্থানে যেকোন সময়ে সমস্যায় পরলে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতায় এগিয়ে যাবো।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।