১৪ এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা সংবাদদাতা : মেঘনায় মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে বর্ষ বরণ।
গতকাল বৃহস্পতিবার উপজেলা চত্বর থেকে শুরু প্রধান ফটক ঘুরে এসে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ছমিউদ্দিন, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে, প্রমুখ। পরে উপজেলা মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।