May 24, 2025, 7:25 am
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

ভুল চিকিৎসায় মেঘনায় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত

২৬ আগষ্ট ২০২২ইং বিন্দুবাংলা টিভি ডটকম,

মেঘনা প্রতিনিধি।।

 মেঘনায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ গঠিত তদন্ত কমিটি। অনেক অনিয়ম আছে বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অদৃশ্য ক্ষমতায় চলছে কার্যক্রম।  গতকাল  বৃহস্পতিবার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১১ টায় প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে উপস্থিত হন বাদী বিবাদী। কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন তদন্ত কমিটির সভাপতি ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তদন্ত পরিচালনা করেন। গত  ২২ আগষ্ট   দৈনিক পত্রিকায় উপজেলার মানিকার চর বাজারে অবস্থিত আল-শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। সেই সূত্র ধরে আইন সহায়তা  কেন্দ্র (আসক) জেলা স্বাস্থ্য বিভাগে বিষয় টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। সে  প্রেক্ষিতে  তদন্ত কমিটির তদন্তের  প্রথম দিন শেষ হয়। বাদী, বিবাদী,আসক এর সিনিয়র সমন্বয়কারী ও জেলা, বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব প্রাপ্ত সকল পর্যায়ের কর্মকর্তা ও অভিযুক্ত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, নার্স সহ বিবাদী উপস্থিত ছিলেন। উক্ত বৈঠক সর্ম্পকে জানতে চাইলে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসেন বলেন, তদন্ত কমিটি বাদী বিবাদির বক্তব্য শুনেছেন এবং অভিযুক্ত হাসপাতালটি পরিদর্শন করেছেন, তদন্ত চলমান, সুস্থ তদন্তের মাধ্যমে বিষয়টি দেখা হবে।
আরও তথ্য নিয়ে আসছে অনুসন্ধান টিম সে পর্যন্ত অপেক্ষা করুন —


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা