২০ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলায় নৌ পুলিশের অভিযানে চাঁদাবাজরা পালিয়ে গেলেও চাঁদাবাজিতে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলার জব্দ ও চালককে আটক করেছে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ি।রোববার নৌ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক মোঃ রফিক সঙীয় ফোর্স নিয়ে ট্রলার যোগে মৈশার চর এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে থেকে ধাওয়া করে রামপ্রসাদের এলাকা থেকে পারভেজ হোসেন নামের ট্রলার চালককে আটক করেছে। আটকৃত চালক পারভেজ কে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদ করলে জানায় উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার মোঃ জাকারিয়া, মো: শাহিন তাকে ফোন করে নদীতে নিয়ে যায়।রোববার দুটি জাহাজ থেকে দুই হাজার টাকা চাঁদা উত্তোলন করেছে শাহিন, জাকারিয়া সহ অজ্ঞাত একজন। কত দিন যাবত চাঁদা উত্তোলন করা হয় এমন প্রশ্নের জবাবে ট্রলার চালক বলেন আমি শুধু আজই এসেছি বিস্তারিত বলতে পারিনা। এ বিষয়ে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ সহকারী পরিদর্শক মোঃ রফিক বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে তবে ট্রলারে ৪ জন থাকলেও ট্রলার জব্দ সহ একজন কে গ্রেপ্তার করতে পেরেছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।