কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা ব্যয়ে স্থাপিত সোলার প্যানেল মেরামত না করে দীর্ঘদিন যাবত অকেজো অবস্থায় ফেলে রাখার অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, কুমিল্লা হতে অদ্য একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জানা যায়, ২০১১ সালে ৪৯.৬৯ লাখ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে ৮.৪ কিলোওয়াটের একটি সোলার প্যানেল স্থাপন করা হয়। কিন্তু সোলার প্যানেলটি স্থাপনের ১ বছরের মধ্যেই প্যানেলটি অকেজো হয়ে গেলে প্যানেলটি মেরামতের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরিদর্শনকালে দেখা যায়, প্রকল্পটিতে মোট ৩৬টি প্যানেল, ২৪টি ব্যাটারি ও ৩টি ইনভার্টার ব্যবহার করা হয়েছে এবং এগুলো সবই অকেজো অবস্থায় রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কোম্পানি প্রকল্প সমাপ্তির ২ বছর পর্যন্ত মেরামতের দায়দায়িত্বে ছিলো এবং প্রায় দুই বছরের মাথায় তাদের জামানত ফেরত দেওয়া হয়। রেকর্ড মোতাবেক পরবর্তী আরও ৪ বছর পর্যন্ত উক্ত কোম্পানি কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের খরচে উক্ত প্রকল্পের যন্ত্রপাতি মেরামত করে সচল রাখার কথা থাকলেও সেগুলো সচল রাখার বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং মাননীয় ভিসি মহোদয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম শীঘ্রই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।