• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ নারী নিহত,আহত ২০

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

দাউদকান্দি সংবাদদাতা।।

 

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও আহত হয় ২০ জন।

আজ বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলির বানিয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে চাপা দিয়ে যাত্রীবাহী বাসটি খাদের পানিতে পড়ে গেলে এতে ঘটনাস্থলেই একই পরিবারের ২ জন ও ঢাকায় নেওয়া পথে আরেক ১ জনসহ ৩ নারী নিহত হয়েছেন৷এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে৷

নিহতরা হলেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম(৬৩),তার বোন বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা(৬৫) ও তার পুত্রবধু সুমাইয়া আক্তার(২৬) । নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলির বানিয়াপাড়া নামক স্থানে ঢাকা থেকে নোয়াখালী গামী
কে.কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টো দিক থেকে আসা অটোরিক্সাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে হতাহতের এ দূর্ঘটনাটি ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ মহসিন জানান, দূর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। তাদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাসটির চালক ও হেলপার পলাতক।

বাকী আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন