মেঘনা প্রতিনিধি।।
আমি কখনো অন্যায় করিনি এবং হোমনা -মেঘনায় কোন প্রকার অন্যায় করতে দেওয়া হবেনা বললেন কুমিল্লা -(হোমনা -মেঘনা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও পিটিশন কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ। তিনি আজ শুক্রবার রাধানগর ইউনিয়নবাসীর দেওয়া নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন অবকাঠামো উন্নয়নই শুধু উন্নয়ন নয় মানুষ শান্তি চায়, মনের সুখ চায় আমরা সেগুলো বিবেচনা করে কাজ শুরু করেছি এবং শেষ করবো ইনশাআল্লাহ। রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান আকাশ রবিনের সঞ্চালনায় সভায় উদ্বোধক ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, রুপকার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম, প্রমুখ। আব্দুল মজিদ এমপি বলেন শিক্ষাখাতে আমুল পরিবর্তন সহ সমাজে চুরি, খুন ছিনতাই, রাহাজানি, লুন্ঠনসহ সকল প্রকার অসংগতি দূর করা হবে। নাগরিক সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, সাবেক রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ নাগরিক সমাজের মানুষ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।