February 24, 2025, 6:12 pm
সর্বশেষ:
মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লাকসাম যাওয়ার পথে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের   মেঘনা বিএনপির সম্মেলন ঘিরে ব্যস্ত সেলিম ভুইয়া, শনিবার আসছেন রুহুল কবির রিজভী র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারের সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

জুতা পায়ে শহিদ মিনারে

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলার মুজাফফর আলী স্কুল এন্ড কলেজে জুতা পায়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ – সেল্ফি তুলতে দেখা গেছে শিক্ষার্থী সহ স্থানীয় কিশোর কিশোরীদের। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে নির্মিত শহিদ মিনারে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষক( নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন এ সময় মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক মামুনুর রশীদ, মাকসুদা আক্তারসহ কম্পিউটার অপারেটর সাদেক মুন্সির উপস্থিতিতে শিক্ষার্থীদের জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে উঠে তারা শহীদ মিনারে জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে হাটাহাটি ও মোবাইলে ছবি ধারণ করেন। এমন কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ মিনারে উপস্থিত হওয়া এলাকার সচেতন ব্যক্তিবর্গ। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম বলেন বিষয়টি দায়িত্বহীনতা বলে আমি মনে করি,জাতীয় প্রোগ্রামকে ঘিরে একটি উপকমিটি করে দিলে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতনা। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রউফের মুঠোফোনে একাধিকবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি,বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন বলেন, শহীদ মিনারে জুতা পায়ে প্রবেশ করে তারা শহীদদের প্রতি অশ্রদ্ধা ও অমর্যাদা করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন এটা নিয়মবহির্ভূত, অমার্জিত, আমি এখনি প্রিন্সিপালের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা