May 22, 2025, 11:33 am
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

প্রথম বারের মত শতভাগ অনলাইনে মনোনয়ন ফরম জমা দিবে প্রার্থীরা : মো.মুনীর হোসাইন খান

মেঘনা প্রতিনিধি: এবারই প্রথম শতভাগ অনলাইনে মনোনয়ন ফরম জমা দিবে প্রার্থীরা বলেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। আজ রোববার (৭ এপ্রিল) ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে মেঘনা উপজেলা সম্ভাব্য প্রার্থী, কর্মকর্তাদের সাথে রিটার্নিং কর্মকর্তার আইন শৃঙ্খলা, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও সংশোধিত বিধিমালা অবহিতকরণ সংক্রান্ত সভায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন আপনারা যারা প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। যদি কোন কারনে কেউ আচরণ বিধি লঙ্ঘন করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, মোহাম্মদ মমিন মিয়ার বাস্তবায়নে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, আব্দুস সালাম, মোহাম্মদ নাসির উদ্দীন শিশির, তাজুল ইসলাম তাজ, মো. রমিজ উদ্দিন লন্ডনী। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ছিলেন উপস্থিত ছিলেন মো. মিলন সরকার, মো. রবিন মিয়া, মো. মহোসিন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন দিলারা শিরিন, নাসরিন সুলতানা ও গাজী মুক্তা জাহান। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন আগামী ১৫ এপ্রিল বিকাল ৪ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিবেন। কোন প্রকার শোডাউন চলবেনা এক প্রার্থী ৪ জনের বেশি লোক নিতে পারবেননা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা