May 22, 2025, 9:08 am
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

সড়ক পেয়ে খুশি চর বিনোদপুরবাসী

 

মেঘনা প্রতিনিধি।।

কাঠালিয়া নদী তীর ঘেঁষে ভৌগোলিক কারনে বিচ্ছিন্ন একটি গ্রামের নাম চরবিনোদ পুর। গ্রামটি মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়ন অন্তর্গত। ট্রলার দিয়ে নদী পার হয়ে আলিপুর ঘাট হয়ে গ্রামের বাসিন্দারা উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। দাউদকান্দি, তিতাস উপজেলার সীমান্তবর্তী গ্রাম চর বিনোদ পুর।

 

কয়েক বছর আগেও গ্রামটিতে আধুনিকতার কোন ছোয়া লাগেনি। বর্তমানে গ্রামটিতে একটি পাকা প্রাথমিক বিদ্যালয় আছে। গ্রামের সাথে কোন সড়ক না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হত। গ্রামবাসীর কাছে গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপনের কাছে সড়কের জন্য আবদার করলে তিনি সেখানে একাধিক বার যান। অবশেষে তপন চেয়ারম্যান পিছিয়ে পড়া চরবিনোদ পুর গ্রামের বাসিন্দাদের স্বপ্নের সড়কের কাজ চলছে। কাজ গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় খুশির বাধবাঙ্গা জোয়ার। চরবিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুদারাঘাট পর্যন্ত সড়কের মাটির কাজ সম্পর্কে ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন বলেন দীর্ঘদিন যাবত একটি সড়কের জন্য কষ্ট করেছে গ্রামের বাসিন্দারা আমি জানার পর সড়কটির মাটির কাজ এখন হচ্ছে পাশাপাশি পাকা সড়ক করার জন্য উপজেলা স্থানীয় সরকার দপ্তরে আইডি নাম্বার দেওয়া হয়েছে। অফিসে যোগাযোগ করে দ্রুতই আনার চেষ্টা করব।উল্লেখ্য প্রতিনিয়ত কাজ পরিদর্শন করছেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রকল্পের সভাপতি আক্তার হোসেন, ইউপি সচিব সলিমুল্লাহ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা