January 5, 2025, 3:32 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

বিচার চলাকালে এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারক

বিপ্লব সিকদার।।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম
বিচার চলাকালে আপিল বিভাগের এজলাস কক্ষে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। বুধবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে হাসপাতালে নেওয়া হয়। বেঞ্চ অফিসার মোহাম্মদ খায়রুল আলম লিটন এ তথ্য জানান। সূত্র : বাংলা ট্রিবিউন

জানা গেছে, বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এই বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে বিচার করছিলেন জাহাঙ্গীর হোসেন। তবে সকাল পৌনে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি।

(বিজ্ঞাপন)

 

এ সময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে যান। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা