নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ নাফনদীতে মাছ ধরার সময় অপহরণের শিকার পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ বুধবার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়েছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র – আজকের পত্রিকা
জেলেরা হলেন–টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়া উপজেলার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
এর আগে গত সোমবার ওই পাঁচ জেলে নৌকা করে নাফনদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা তাদের তুলে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার জানাজানি হওয়ার পর বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়। এরপর বিজিবি তাদের ফেরত আনতে তৎপরতা শুরু করে।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি পাঁচ জেলেকে ফেরত দিতে সম্মত হয়।’