May 21, 2025, 8:16 am
সর্বশেষ:
৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম একটি বিশেষ পথচলার নাম অটিজম নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

পীরগাছায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ছকিনা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার আসলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বুঝে দেওয়া হবে।

 

 

ছকিনা বেগম পীরগাছা উপজেলার কান্দি মনিরামপুর গ্রামের ছমির উদ্দিন ব্যাপারীর মেয়ে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এদিন সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরাণী-কান্দি রেলক্রসিং পার হওয়ার সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

 

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টার দিকে ওই ক্রসিং পার হওয়ার সময় কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি থানায় জানানো হয়েছে।’

 

নিহতের বোন ছালেহা বেগম জানান, তারা তিন বোন এক সঙ্গে থাকতেন। ফজরের সময় তিনজন একসঙ্গে নামাজ পড়েন। এরপর সকালে ছকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছকিনা বেগম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। দুপুরের দিকে দুর্ঘটনার খবর পাওয়া গেলেও দেরিতে যাওয়ার কারণে মরদেহ জিআরপি পুলিশ নিয়ে যায়।

 

স্থানীয় কান্দি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, ‘ওই নারী পরিবার খুবই গরিব মানুষ। তারা তিন বোন ভিক্ষাবৃত্তি করে চলেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা