November 23, 2024, 9:17 pm

ব্যানারে নেতার ছবি দ্বন্দ্বে পালিত হয়নি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

বিপ্লব সিকদার।।
গতকাল রোববার ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সারাদেশে পালিত হলেও কুমিল্লার মেঘনা উপজেলায় নেতার ছবি ব্যানারে দেওয়ার দ্বন্দ্বে পালিত হয়নি প্রতিষ্ঠা বার্ষিকী। উপজেলা যুবদলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০১৮ সালে( হোমনা – মেঘনা) কুমিল্লা -১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকায় বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পরে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও সেলিম ভুইয়া গ্রুপ। তবে রমিজ উদ্দিন লন্ডনী তার বলয় নিয়ে ড.খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বেই মাঠে আছেন। দলের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করায় উপজেলার প্রতিটি ইউনিট ও সমর্থকের মধ্যে হতাশা ও উৎকন্ঠার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম করতে অংগ সংগঠনের নেতৃবৃন্দ দ্বন্দ্বে জড়িয়ে পরছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের কর্মসূচি না থাকায় স্থানীয় নেতাকর্মী ও জাতীয়তাবাদী আদর্শের ব্যক্তিদের ক্ষোভ জন্ম নিয়েছে। একাধিক নেতাকর্মীদের সাথে কথা বললে ক্ষোভের কথা প্রকাশ করেন এবং নাম যেন প্রকাশ না করা হয় তাও বলেন। উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু দেশের বাইরে থাকা ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নানের কর্মীদের সাথে এ বিষয়ে কোন প্রকার যোগাযোগ না করার অভিযোগ করেন খোদ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়করা। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক স্বপন মিয়া বলেন আমাদের সাথে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান কোন প্রকার যোগাযোগ করেনি, পরবর্তী সারির যুগ্ম আহবায়করা আলোচনা করেছি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য ব্যানারে ২০১৮ সালে এই আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার নির্বাচন করেছেন সে হিসেবে তিনি এই আসনে আমাদের নেতা স্যারের ছবি ব্যানারে দিতে হবে এটা আমারও দাবি ছিল এ নিয়ে কিছু নেতার মতানৈক্য থাকায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়নি।উপজেলা যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মেম্বার বলেন আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়কের সাথে একবার যোগাযোগ হওয়ার পর আর কেউ যোগাযোগ করেনি, ছবি দ্বন্দ্বের বিষয়ে আমি জানিনা। যুগ্ম আহবায়ক হাবিব মিয়াজি বলেন এই আসনে ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের নির্বাচনী এলাকা আমরা স্যারের ছবি ব্যানারে দিয়ে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম কিন্তু অধ্যক্ষ সেলিম ভুইয়া সমর্থকের দু একজন এটা রাজি হননি। অধ্যক্ষ সেলিম ভুইয়া সমর্থক যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান লোদী বলেন আহবায়ক দেশের বাইরে , সিনিয়র যুগ্ম আহবায়ক কারো সাথে যোগাযোগ করেছেন না, আমি অধ্যক্ষ সেলিম ভুইয়ার অনুসারী তিনি মেঘনার সন্তান, (হোমনা -মেঘনা) কুমিল্লা -১ আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী আমার দাবি ছিল ব্যানারে সেলিম ভুইয়ার ছবি থাকতে হবে। আর না হয় সেই প্রোগ্রামে আমি যাবনা। পরবর্তীতে আমার ইউনিয়ন গোবিন্দ পুর ইউনিয়নের যুবদলের ব্যানারে কর্মসূচি পালন করেছি। এ বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন কেন্দ্র বা জেলা থেকে কর্মসূচি পালন করার কোন নির্দেশনা আমি পাইনি। অপরদিকে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিনের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি হবে। এতে ছবি নিয়ে দ্বন্দ্ব যারা করে এগুলো নিয়ে তারাই বলতে পারবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা