January 28, 2025, 2:26 am
সর্বশেষ:

মেঘনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

 

 

কুমিল্লা(মেঘনা)প্রতিনিধিঃ

“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (২নভেম্বর) দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে মেঘনা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার দেবেশ কুমার সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা পারভীন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মতিয়ার রহমান, উপজেলা সেন্ট্রাল কো-অপারেটিভ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সৈয়দ আব্দুল মতিন,
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোবারক হোসেনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা