December 3, 2024, 4:43 pm
সর্বশেষ:
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫ মেঘনায় কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক মেঘনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩ রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের: তারেক রহমান মেঘনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ নির্বাচনের রোডম্যাপ দিলে জনগণ আশ্বস্ত হবে: খন্দকার মোশাররফ কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্তের ঘোষণা  মাছের প্রজননে বাধা দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে: মৎস্য উপদেষ্টা বাধার মুখে বন্ধ হলো নারায়ণগঞ্জের ‘সাধুসঙ্গ ও লালন মেলা’

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের  উপস্থিতিতে তাদের স্মরণে দোয়া ও  সভার আয়োজন করেছে মেঘনা উপজেলা প্রশাসন।বুধবার উপজেলার কনফারেন্স রুমে এ সভা হয়।  আন্দোলনে জুলাই-আগস্টে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় নির্মম কালো অধ্যায়ে যারা আহত ও নিহত হয়েছে তাদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মেঘনা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমা রহমান,মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল জলিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রজনতাসহ সরকারী কর্মকর্তাও কর্মচারীগন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেঘনা উপজেলায় নিহত হয়েছে ২জন এবং আহত হয়েছে ৭জন। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সরকার থেকে নিহত ও আহত পরিবারের মাঝে নানা সহযোগিতা পাবে বলে জানান। এসময় নিহত ও আহত পরিবারের সদস্যরা তাদের স্মরণ করে কান্নায় ভেঙে পরে এবং আহতদের সুস্থতা ও নিহতদের জন্য দোয়া ওআত্মার মাগফিরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা