December 17, 2024, 10:08 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

oplus_2

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) একত্রিশবার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, গণ অধিকার পরিষদ, মেঘনা উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচী মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, বিভিন্ন প্রদর্শনী শেষে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস , সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী সাব্বিনা মাফুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, যুদ্ধকালীন কমান্ডার আব্বাসউদ্দীন, মুক্তি যোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলামসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার বৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা