মেঘনা প্রতিনিধি।।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মেঘনা উপজেলায় ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ পালিত হয়েছে। এই উপলক্ষে বেলা ১১টায় উপজেলা চত্বরে মেঘনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর আয়োজনে র্যালি ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয় । মহড়া অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে ।
পরে উপজেলা সেমিনার কক্ষে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপি দাস, কৃষি কর্মকর্তা শাহে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফখরুদ্দীন রাজী, মেঘনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর লিডার মোঃ মনিরুজ্জামান ও মোঃ মনির হোসেন, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।