কিরনর রশিদ।।
শুক্রবার রাতে সংসদ ভবনের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মেঘনা উপজেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক শফিক দেওয়ানকে একটি ঝটিকা মিছিলে অংশগ্রহণের ভিডিও ভাইরাল হলে মেঘনা উপজেলা ছাত্রদলের আংশিক নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার(২৪ মে) উপজেলার বিভিন্ন প্রধান সড়ক সহ থানায় অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ, মাহবুব আলম সহ বিভিন্ন পর্যায়ে ছাত্রদল নেতৃবৃন্দ। নেতারা প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন অনতি বিলম্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের আইনের আওতায় আনতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।