September 16, 2025, 8:58 pm
সর্বশেষ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে মেঘনায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরালো করতে হবে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামো রুপে নবাবগঞ্জে সেতু নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক মেঘনায় কুমিল্লা-১ আসনে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে আনন্দ উদযাপন গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জীবন তৃষ্ণা ও ফুরিয়ে যাওয়া দিন

ডেস্ক রিপোর্ট।।

প্রথমে বুঝে নিন: এটা ভয় পাওয়ার বিষয় নয়। আপনার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, এটি স্বাভাবিক। পুলিশ অভিযোগ শুনে সত্যতা যাচাই করতেই আপনাকে ডাকছে। এটি মামলা নয়, প্রাথমিক পর্যায়ে “সালিশি” উদ্যোগ। এটিকে আদালতের মতো গুরুত্ব দিন।

থানা থেকে ফোন পেলে যা করবেন:
ফোন নম্বর যাচাই করুন: পুলিশ অফিসারের নম্বর কি থানার অফিসিয়াল নম্বর থেকে আসছে? প্রয়োজনে গুগলে নম্বর চেক করুন বা থানায় নিজে ফোন করে জেনে নিন।

অফিসে উপস্থিত হোন: কখনোই থানার বাইরে (যেমন কোনো নির্জন জায়গা) যেতে রাজি হবেন না। পুলিশ অফিসে গিয়ে দেখা করুন।

ঠিক সময়ে যান: যদি বলা হয় বিকাল ৪টায় যেতে, চেষ্টা করুন ৩:৪৫-এর মধ্যে উপস্থিত থাকতে। সময় মেনে চললে আপনি পুলিশের কাছে সিরিয়াস মনে হবেন।

আপনার প্রস্তুতি:
ডকুমেন্টস সাজিয়ে নিন: আপনার সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র থাকলে সঙ্গে রাখুন (দলিল, চেক, রসিদ, মেসেজ স্ক্রিনশট ইত্যাদি)।
সাক্ষী থাকলে সঙ্গে নিন: যিনি ঘটনাটি জানেন, ঠান্ডা মাথায় ব্যাখ্যা দিতে পারেন এমন কাউকে নিয়ে যান।

আইন বুঝে যান: আপনার বিষয়ে কী কী আইন প্রযোজ্য হতে পারে, একটু গুগল করে নোট করে রাখুন। পুলিশের সামনে ল পয়েন্টে কথা বললে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে।

ভয় পাবেন না, সচেতন হোন:
পুলিশের সঙ্গে বাদীপক্ষের ঘনিষ্ঠতা থাকতেই পারে, কিন্তু আপনি যদি যুক্তি ও কাগজপত্রে শক্তিশালী হন, আপনি অবশ্যই ন্যায় পাবেন।

অযথা লোক দেখানো করে দলবল নিয়ে যাওয়া প্রয়োজন নেই, বরং তথ্যভিত্তিক উপস্থাপনাই আপনাকে জেতাবে।
থানা বা কোর্ট—যেখানেই যান, প্রস্তুতি ছাড়া যাবেন না। অভিযোগকারীর লোক বেশি হলে ভয় পাবেন না। আইন, তথ্য ও যুক্তিই পুলিশকে প্রভাবিত করবে। পুলিশ সিদ্ধান্ত লিখিত আকারে দেয় এবং সেটা ভবিষ্যতে আদালতেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

থানায় যাবেন আত্মবিশ্বাস নিয়ে, আবেগ নয় যুক্তি দিয়ে কথা বলুন। প্রস্তুতি থাকলে আপনি আইনের মাধ্যমেই ন্যায় পেতে পারেন—থানায়ও।সূত্র : জনকণ্ঠ


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা