July 30, 2025, 11:52 pm

মেঘনাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক।।

আগামীকাল পবিত্র ঈদুল আযহা। মেঘনা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস। পবিত্র ঈদ উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি নাগরিকদের উদ্যেশ্য অনুরোধ করেছেন ঈদের আনন্দ উপভোগ করতে স্ব স্ব অবস্থান থেকে সু শৃঙ্খল আচরণ করার জন্য এবং কোথাও আইনশৃঙ্খলা সহ ঈদ উদযপনে বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিলে দ্রুত  প্রশাসনকে যেন অবহিত করা হয় আমরা ব্যবস্থা গ্রহণ করব, যদিও আমরা ইতিপূর্বে সকল ব্যবস্থা গ্রহণ করেছি। হ্যাপি দাস বলেন পশু জবাই হওয়ার পর পর বর্জ্য অপসারণে নির্দিষ্ট কোন এক জায়গায় মাটিতে পুতে ফেলার অনুরোধ করেছেন উপজেলাবাসীর প্রতি । যেন পরিবেশ নষ্ট না হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা