August 23, 2025, 4:56 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

মার্চ টু এনবিআর স্থগিত, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা

বিপ্লব সিকদার :

 

দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে। আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টার দিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সূত্র :আজকের পত্রিকা

ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।’

 

দাবি-দাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘চেয়ারম্যানের অপসারণ আমাদের প্রথম দাবি। আমরা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরব, কীভাবে ধারাবাহিকভাবে আমাদের দমন-নিপীড়ন করা হয়েছে, এনবিআরকে কীভাবে অকার্যকর করা হয়েছে, কীভাবে এনবিআর সংস্কার কাজ এগিয়ে নেওয়া যায় এবং কীভাবে আমাদের ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায়।’

মির্জা আশিক রানা বলেন, ‘আলোচনা শেষে আমরা এনবিআরে ফিরে আসব। আমাদের সহকর্মীদের ব্রিফ করব। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।’

এদিকে এনবিআরের চলমান সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ব্যবসায়ী নেতা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘অর্থ উপদেষ্টা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিকেল ৫টায় বৈঠকে বসবেন বলে জেনেছি। অন্যদিকে, এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আলাদা সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।’

শাটডাউন কর্মসূচিতে অচল এনবিআর, ফটকে অবস্থান কর্মকর্তা-কর্মচারীদেরশাটডাউন কর্মসূচিতে অচল এনবিআর, ফটকে অবস্থান কর্মকর্তা-কর্মচারীদের
তিনি বলেন, ‘বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।’

দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে বলে কর্মকর্তারা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা