October 16, 2025, 1:31 pm
সর্বশেষ:
মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা

দূষিত পানিতে গা না ভাসিয়ে একা থাকা ভালো

বিপ্লব সিকদার :

মানুষ সামাজিক জীব — এটা সত্যি। তবে সেই সামাজিকতার মাঝেও নিজের আত্মমর্যাদা, মানসিক শান্তি, এবং নীতির সঙ্গে আপোষ না করাও এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেক সময় সমাজের, মানুষের, বা নিকটজনদের আচরণ এতটাই দূষিত হয়ে ওঠে যে সেখানে থেকে আত্মার শান্তি হারিয়ে যায়। তখন প্রশ্ন আসে — কী করবো? ভিড়ে মিশে নিজের মূল্যবোধ বিসর্জন দেব, নাকি একা থাকলেও নিজের শান্তি বজায় রাখবো?

এই প্রশ্নের উত্তরে যারা বলেন, “দূষিত পানিতে গা না ভাসিয়ে একা থাকা ভালো” — তারা জীবনের প্রকৃত সত্য বুঝেছেন। দূষিত পরিবেশ, হিংস্র মনোভাব, কুৎসিত সম্পর্ক, কিংবা মিথ্যাচারের মাঝে নিজেকে মানিয়ে নিতে নিতে এক সময় আমরা নিজের সত্যিকার “আমি”কে হারিয়ে ফেলি। তাই কখনো কখনো একাকীত্বই হয়ে ওঠে মুক্তির পথ।

একা থাকা মানেই যে দুর্বলতা — তা নয়। বরং অনেক সময় তা আত্মরক্ষার এক অনন্য সাহস। নিজের আত্মাকে রক্ষা করতে, মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রাখতে এবং সত্যিকারের ভালো মানুষদের অপেক্ষায় থাকতে একা থাকাটাই ভালো।সব সম্পর্কই পবিত্র নয়। সব ভিড়ই নিরাপদ নয়। সব ভালোবাসাই নিঃস্বার্থ নয়। তাই দূষিত সম্পর্ক, পরিবেশ, বা সমাজের অংশ না হয়ে একা থাকাটাই শ্রেয়, যদি তাতে অন্তত আত্মা শান্তি পায়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা