ফুলগাজী (ফেনী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফেনী জেলা শাখার উদ্যোগে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফুলগাজী উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় গিয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহবায়ক ও ফেনী-১ আসনের সমন্বয়ক জনাব রফিকুল আলম মজনু।
এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন দোলন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সম্পাদক রকিবুল হক রাকিব, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সুমন, প্রচার সম্পাদক মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক এম. কে. আর সূর্য প্রমুখ।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, শুকনো খাবার ও ওষুধপত্র। স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, “এই ত্রাণ বিতরণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বিএনপি সবসময় জনমানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং থাকবে।”