August 20, 2025, 10:58 pm

মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেঘনা প্রতিনিধি।। 

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার বিকেলে (২০ আগষ্ট)দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে আলোচনা সভা, র‍্যালী,কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব আকিল মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালেব, আল আমিন চৌধুরী (মেঘনা উপজেলা টিম লিডার), মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুদ্দিন মিন্টু, জালাল আহমেদ, সাফিজুল ইসলাম আনোয়ার হোসেন, রহিম মেম্বার, হাসান মোল্লা সজিব ভুইয়া,রেজাউল করিম, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা