দিলিপ দাস :
কুমিল্লার মেঘনা উপজেলায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে “সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)” রামপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার নির্বাহী অফিসার জনাব মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে এসএসএস-এর বিভাগীয়, জেলা, জোনাল ও উপজেলার কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ প্রকৃতি উপহার দিতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তারা।