মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন ব্রিজ থেকে প্রায় ৩০০ মিটার দক্ষিণে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজমগীর হোসাইনের নেতৃত্বে স্পিডবোটযোগে পরিচালিত এ অভিযানে মেঘনা কাঠালিয়া নদীতে নৌপথে চাঁদাবাজি করার সময় তিতাস উপজেলার সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মামুনের চাচাতো ভাই আক্তার হোসেনকে আটক করা হয়।
অভিযানের সময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা ও দুটি লোহার রড জব্দ করা হয়েছে।
নৌপুলিশ জানায়, চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।