October 13, 2025, 5:10 pm
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার

বিপ্লব সিকদার :

“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ১৮৬তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, “নিজের বিবেক কাউকে লিজ দেবেন না। নিজের দায়িত্বে নিজের দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখুন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য মানসিকতার পরিবর্তন জরুরি।” তিনি আরও বলেন, “দুর্নীতি রোধের সূচনা হতে হবে পরিবার থেকে। লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যের অধিকার বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগাতে শিক্ষকরা সপ্তাহে অন্তত একদিন নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে পাঠদান করুন।”

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায় এবং দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. মোজাহার আলী সরদার।

গণশুনানিতে মোট ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে ৯৫টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ৪টি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ১ জন কর্মকর্তাকে বদলির সুপারিশ করা হয়। বাকী অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়।

গণশুনানিতে উপস্থিত জনসাধারণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য দুদকের এ উদ্যোগকে স্বাগত জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা