• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় কুমিল্লা–১ আসনের ১০ দলীয় জোট প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তারুণ্যের শক্তি অপশক্তির কাছে জিম্মি হতে চলছে ছাত্র রাজনীতি অর্থের উৎস ও নৈতিক সংকট মেহমানের মর্যাদা ও আমাদের সামাজিক দায়িত্ব দুদকের তিন অভিযানে পৌরসভা প্রকৌশল ও প্রশিক্ষণ প্রকল্পে বড় দুর্নীতি কুমিল্লায় নবপদোন্নত এএসআইদের র‍্যাংক ব্যাজ পরানো হয় মেঘনায় সংসদীয় আসন বহাল থাকায় বিএনপির আনন্দ মিছিল কুমিল্লায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আচরণবিধি সভা আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য: প্রতারক গ্রেফতার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিপ্লব সিকদার :

“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ১৮৬তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, “নিজের বিবেক কাউকে লিজ দেবেন না। নিজের দায়িত্বে নিজের দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখুন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য মানসিকতার পরিবর্তন জরুরি।” তিনি আরও বলেন, “দুর্নীতি রোধের সূচনা হতে হবে পরিবার থেকে। লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যের অধিকার বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগাতে শিক্ষকরা সপ্তাহে অন্তত একদিন নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ে পাঠদান করুন।”

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পুলিশ সুপার উজ্জল কুমার রায় এবং দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. মোজাহার আলী সরদার।

গণশুনানিতে মোট ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে ৯৫টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ৪টি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ১ জন কর্মকর্তাকে বদলির সুপারিশ করা হয়। বাকী অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়।

গণশুনানিতে উপস্থিত জনসাধারণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য দুদকের এ উদ্যোগকে স্বাগত জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন