কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–৩ কর্তৃপক্ষ আগামী ২৪ নভেম্বর ২০২৫, সোমবার মেঘনা উপজেলার সব ইউনিয়নে দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মেঘনা সাব-জোনাল অফিস থেকে জানানো হয়, ওইদিন মেঘনা ৩৩/১১ কেভি ১০ এমভিএ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত সাব-জোনাল অফিসের আওতাধীন প্রতিটি গ্রামে বিদ্যুৎ থাকবে না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো মেঘনা জোনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সময় সব ধরনের গ্রাহককে ধৈর্য ধারণ করার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
মেঘনা সাব-জোনাল অফিসের দায়িত্বশীলরা জানান, নিরবচ্ছিন্ন ও ঝুঁকিমুক্ত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে প্রতিবছর উপকেন্দ্রে রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। এর অংশ হিসেবে নির্ধারিত তারিখে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পরীক্ষা, প্রয়োজনীয় মেরামত, লাইন চেকিং ও নিরাপত্তা যাচাই করা হবে।
বিদ্যুৎ বন্ধের ঘোষণায় স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানা ও সাধারণ গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দিনব্যাপী বিদ্যুৎ না থাকায় ভোগান্তির আশঙ্কা প্রকাশ করলেও, অধিকাংশ গ্রাহকই নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার স্বার্থে এ ধরনের রক্ষণাবেক্ষণকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সময় কিছুটা বাড়তেও পারে বলে জানানো হয়।
মেঘনা উপজেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রামে লোডশেডিং ও লাইন সমস্যার অভিযোগ উঠছিল। রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ উন্নয়ন ও গ্রাহক সেবার মান বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি–৩ কর্তৃপক্ষ।