কুমিল্লার মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপন করা হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। প্রদর্শনীতে অংশ নেয় মোট ২৭টি স্টল।
দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল সড়ক র্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচার–প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, স্কুল ফিডিং কর্মসূচি এবং টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তাদের মতবিনিময়।
বিকেলে প্রদর্শনী পরিদর্শন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বড় প্রাণী (গরু) ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করে স্টার্ক এগ্রো, ২য় সজীব লেদি ও ৩য় হক মিয়া। ছাগল-ভেড়া ক্যাটাগরিতে ১ম রমজান, ২য় বিউটি ও ৩য় বিউটি। পোষা প্রাণী ক্যাটাগরিতে ১ম এম এম আকাশ, ২য় ইকবাল হোসেন ও ৩য় ওমর ফারুক। হাঁস-মুরগি ক্যাটাগরিতে ১ম মাসুম, ২য় ইকবাল, ৩য় নজরুল। আর কবুতর ও সৌখিন পাখি ক্যাটাগরিতে ১ম কামরুল ইসলাম, ২য় আব্দুল করিম ও ৩য় দ্বীন মোহাম্মদ পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মৌসুমী আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সফিকুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও এলাকার খামারিরা।