রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার দুপুর ১টা ২০ মিনিটে এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই উড্ডয়ন কার্যক্রম পরিচালিত হবে। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর থেকে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। চীনের ১০ সদস্যের মেডিকেল টিমও কাজ করছে।
আজ যুক্তরাজ্য থেকে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ ডা. রিচার্ড বেল ঢাকায় পৌঁছেছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খালেদা জিয়াকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে। ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তা দায়িত্ব গ্রহন করেছে।