• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় চার নারী পেলেন ‘অদম্য নারী’ পুরস্কার

মেঘনা প্রতিনিধি / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
oplus_0

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চার নারীকে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়েছে। নারী ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে তাঁদের এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায় থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে উপজেলা কমিটির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে চারজন নারীকে চূড়ান্ত করা হয়। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নির্বাচিত হন কাশিপুর গ্রামের সানজিদা মেহজাবিন সরকার। সফল জননী নারী ক্যাটাগরিতে সোনারচর গ্রামের পারভীন আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী নারী হিসেবে শেখেরগাঁও গ্রামের নাছিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মানিকারচর গ্রামের শান্তা ইসলাম পুরস্কার পান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অদম্য নারী’ পুরস্কার সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংগ্রাম ও সাফল্যের মাধ্যমে এগিয়ে আসা নারীদের অনুপ্রেরণা জোগাবে এবং নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন