• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

মানিক মিয়ায় লাখো মুসল্লির জোহরের নামাজ

বিপ্লব সিকদার / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে জোহরের নামাজ আদায় করা হয়েছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে নামাজ শুরু হলে পুরো মানিক মিয়া এভিনিউ কানায় কানায় ভরে ওঠে মুসল্লিতে।
ভোরের পর থেকেই জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ ঘিরে ছিল এক ভিন্ন চিত্র। জানাজা ও নামাজকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, খামারবাড়ি এবং আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কার্যত একটি সুরক্ষিত জোনে পরিণত হয়।
শনিবার সকাল থেকেই সংসদ ভবনমুখী প্রতিটি সংযোগ সড়কে ধাপে ধাপে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। খামারবাড়ি মোড়, আসাদগেট, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট সংলগ্ন পয়েন্ট এবং মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশমুখগুলোতে বসানো হয় অস্থায়ী চেকপোস্ট। এসব চেকপোস্টে মেটাল ডিটেক্টর, হ্যান্ড স্ক্যানার ও ম্যানুয়াল তল্লাশির মাধ্যমে যাচাই-বাছাই শেষে মানুষজনকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে অনেকের ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী আলাদাভাবে পরীক্ষা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করতে দেখা যায় বিভিন্ন সংস্থার সদস্যদের।
জোহরের নামাজ আদায়ে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে মানুষ মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন। নামাজ শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। নামাজ ও দোয়া শেষে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন