কুমিল্লার মেঘনা উপজেলায় সড়কের ইট চুরি রোধে চোর ধরে দিতে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান।
সোমবার তিনি নিজের ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন। লাইভ বক্তব্যে তিনি বলেন, লক্ষণখোলা আঞ্চলিক সড়ক থেকে রতনপুর পর্যন্ত ইটের সলিং করা সড়ক থেকে এক শ্রেণির চোর নিয়মিত ইট খুলে নিয়ে যাচ্ছে।
এতে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “অনেক কষ্ট করে এই সড়ক নির্মাণ করা হয়েছে। অথচ এখন ইট চুরি হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।”চেয়ারম্যান আরও জানান, কেউ যদি ইটচোরকে হাতেনাতে ধরিয়ে দিতে পারেন, তাহলে তাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘোষণাকে সড়ক রক্ষা ও চুরি প্রতিরোধে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। চাইলে আমি এটিকে ৭ বা ৯ শব্দের হেডলাইন, অথবা আরও অনুসন্ধানধর্মী রিপোর্ট আকারেও সাজিয়ে দিতে পারি।