দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গতকাল (২২ জানুয়ারি ২০২৬ খ্রি.) দেশের তিনটি প্রতিষ্ঠানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে স্বাস্থ্য, শিক্ষা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত অভিযানে রোগীদের জন্য নির্ধারিত ডায়েট চার্ট অনুযায়ী খাদ্য সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচার প্রস্তুতের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পরিচালিত অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি সনাক্তকরণ কার্যক্রমে স্থবিরতার অভিযোগের পাশাপাশি শিক্ষক নিবন্ধন সনদ ও কম্পিউটার প্রশিক্ষণ সনদে ব্যাপক জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
অন্যদিকে সিলেটের রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজে অভিযানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নির্ধারণে গুরুতর অনিয়ম ধরা পড়ে। সরকার প্রদত্ত ও বিদ্যালয় প্রদত্ত ভাতা একত্র করে বিধি বহির্ভূতভাবে নতুন বেসিক নির্ধারণের মাধ্যমে অতিরিক্ত বেতন ও ভাতা উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে সংগৃহীত সকল তথ্য ও নথিপত্র বিশ্লেষণপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।