ডেস্ক রিপোর্ট : শ্রমিকদের নয় বরং মুখোধারী ভদ্রলোককে ভয় পান বলে মন্তব্য করেছেন দেশের পোষাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
আজ রোববার বিকেলে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শিল্প কলকারখানার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ’র সভাপতি এ মন্তব্য করেন। ঈদের ছুটিতে কোনো কারখানা শ্রমিক যেন খালি হাতে বাড়ি ফিরে না যান সে জন্য যথাসময়ে বেতন বোনাস নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমি কখনো শ্রমিক ভয় পাই না। আমি ভদ্রলোক ভয় পাই। মুখোশধারী ভদ্রলোক ভয় পাই। শ্রমিকের সাথে কথা বলা যায়। কিন্তু শ্রমিকদের দারিদ্র নিয়ে যারা অনেক বড় বড় পরিসংখ্যান তৈরি করেন তাদের আমি সহ্য করতে পারি না। কারখানার মালিক ও শ্রমিকের সম্পকর্টা হতে হবে বন্ধুত্বের মতো। কোনো শ্রমিকের ওপর অযাচিত বলপ্রয়োগ করা যাবে না। কোনো অবস্থাতেই সাংঘর্ষিক হওয়া যাবে না। সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এখনো আমাদের লজ্জার মধ্যে পড়তে হয়, যখন আমরা দেখি ট্রাক ভরে বেতনের দাবিতে শ্রমিকেরা বিজিএমইএ’র প্রধান কার্যালয়, সড়ক-মহাসড়কে অবস্থান নেয়।’’
বর্তমানে সরকারের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা বাড়ায় অনেক কারখানার সঠিক সময়ে বেতন পরিশোধ করতে সমস্যার কথা উল্লেখ করে রুবানা হক বলেন, ‘এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারখানার অভ্যন্তরের বিষয় কারখানার ভেতরেই সমাধান করতে হবে। কারণ, শ্রমিক ও মালিকদের মধ্যে যদি কোনো গ্যাপ তৈরি হয় তাহলে এর মধ্যেই তৃতীয় একটা পক্ষ ঢুকে পরে। আর তখনই উস্কানির মাধ্যমে পোষাক খাতে অস্থিতিশীল করার অপচেষ্টা শুরু হয়। আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে।’
নারীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিজিইএমই সভাপতি আরও বলেন, ‘নারীরা আজ আমাদের সম্পদ, উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, পুরুষের সাথে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘শিল্প সমৃদ্ধ গাজীপুরে আমরা অনেকটা চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করছি, বিশেষ করে পোষাক শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার লক্ষ্যে।’
তিনি পোশাক কারখানার মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সিদ্ধান্ত নেন কার সাথে ব্যবসা করবেন। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে। নিরাপদে ব্যবসা করার জন্য গাজীপুর এখন একটা উদাহরণ।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার গ্রীণ ভিউ রিসোর্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, পিপিএম। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।