২৫ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্র ফাহাদ বজ্রাঘাতে নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৬টার দিকে উপজেলার পাথালিয়াকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে । নিহত ফাহাদ ওই গ্রামে কৃষক মুসলেম মিয়ার ছেলে ও দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলো। বিকালে জমি থেকে ধান আনতে গেলে বজ্রপাতে আহত হয়। তার বাবাসহ স্বজনরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
পরে ফাহাদকে গ্রামে নিয়ে যায়। বাদ এশা নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।