October 18, 2024, 4:17 am
সর্বশেষ:
মেঘনায় টিসিবির পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মেঘনায় অটোরিকশা চুরি মেঘনায় দুটি কলেজের ফলাফলে ক্ষুব্ধ মেঘনাবাসী কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন চিলমারীতে হস্তান্তরের আগেই ব্রহ্মপুত্রের পেটে যাচ্ছে আবাসন প্রকল্পের ঘর ১২ বছর আগে মিছিলে হামলা: সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত: মতিউর রহমান আকন্দ রিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারেরিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারে সিলেটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম,

নাজমা আক্তার   : ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায় নিজের কাঁধে তুলে নিয়ে দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। পরবর্তীতে দলের কার্যনির্বাহী কমিটিথকে রাহুলের পক্ষ থেকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করার অনুরোধ জানালে এর ঠিক এক সপ্তাহ পর শনিবার সোনিয়া গান্ধীকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টি-সিপিপি প্রধান হিসেবে নির্বাচিত করেন কংগ্রেস এমপিরা। ইউনাইটেড প্রেগ্রেসিভ অ্যালাইস-ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধী এখন থেকে সিপিপি প্রধানের দায়িত্বও পালন করবেন। এনডিটিভি

লোকসভা নির্বাচনের পর শনিবার সিপিপিথর প্রথম বৈঠকটি ছিলো রাহুলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠক।

উল্লেখ্য, লোকসভার ৫৪২ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৫২টি আসন। ২০১৪ সালের পর এটিই দলটির দ্বিতীয় শোচনীয় পরাজয়। অর্থাৎ, আরও ৩টি আসন বেশি পেলে কংগ্রেস লোকসভায় বিরোধীদল হিসেবে গণ্য হওয়ার মর্যাদা লাভ করতো।

এদিকে, কংগ্রেসের পার্লামেন্টারি কমিটির বৈঠকে বিজেপির সঙ্গে প্রতিদিন লড়াই করার ঘোষণা দিয়েছেন রাহুল। তিনি বলেন, দলের ঘুরে দাঁড়াবার প্রয়োজন রয়েছে আর সেট ‘এথ করার সুযোগও কংগ্রেসের আছে।

এর আগেও, বিজেপিথর সঙ্গে মতাদর্শের লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন রাহুল। তার মতে, দল পরিচালনের ভার না থাকলে সেই লড়াই তারজন্য সহজ হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা