July 7, 2025, 4:44 am
সর্বশেষ:
জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি? আইনের পথেই হোক সমাধান সন্ধিক্ষণে মেঘনা উপজেলার রাজনীতি — সংকট, সম্ভাবনা ও আগামী পথচলা বুদ্ধিবৃত্তিক ও সংস্কৃতির আন্দোলন ছাড়া সমাজের বিপর্যয় ঠেকানো সম্ভব নয়

ছাগলনাইয়া থানার পুলিশ কনষ্টেবল আশিকের সততার দৃষ্টান্ত।

১৪ জুন,২০১,বিন্দুবাংলা টিভি. কম,   সৈয়দ কামাল,ফেনী (উত্তর) প্রতিনিধঃসড়কের পাশে পাওয়া ৬৩,৮৫৫ (তেচোট্টি হাজার আট শত পাঞ্চান্ন) টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার দৃষ্টান্ত দেখালেন,ছাগলনাইয়া থানার পুলিশ কনষ্টেবল আশিকুর রহমান।প্রতিদিনকার মত ১৩ জুন রাতে থানার গাড়ী নিয়ে রাত্রিকালীন টহলে বের হন আশিক।থানা এলাকার বিভিন্ন সড়কে প্রতিদিনকার মত টহল দেওয়াকালীন,গভীর রাতে ফেনী-ছাগলনাইয়া সড়কে টহল দিতে গেলে,পাঠাননগর এলাকায় কসাই ব্রিজ নামক স্থানে সড়কের পাশে গাড়ীর লাইটের আলোতে টাকার বান্ডেলের মত কিছু একটা দেখে,অদূরে গাড়ীটি থামিয়ে স্ট্যাটে রেখে আশিক গাড়ী থেকে নেমে বান্ডেলটার কাছে গিয়ে দেখতে পায়,সত্যিই সেটা টাকার বান্ডেল।
আশিক টাকা গুলি তুলে নিয়ে রাত্রিকালীন টহল শেষে থানায় চলে আসে।সকালে আশিক ছাগলনাইয়া পৌর শহরে গেলে,শহরের মধ্যে বাড়ী ফেনী শহরে জুতার দোকান আছে, এমন একজন ব্যবসায়ী মহসিন কায়সার,রাতে তিনি ফেনী থেকে মোটরসাইকেলে আসার সময় পথের মধ্যে কোন এক জায়গায় টাকা হারিয়ে পেলার বিষয় নিয়ে লোকজনের মধ্যে আলোচনা হচ্ছিল।আশিক আলোচনাকারীদের মধ্যথেকে একজনকে ডেকে যার টাকা হারানো গেছে তাকে থানায় যেতে বলে,সে থানায় চলে আসে।কথাটি শুনে ব্যবসায়ী থানায় গেলে তাকে বিভিন্ন প্রশ্ন করার পর সঠিক উত্তর পেয়ে,সড়কের পাশে পাওয়া টাকা গুলি যে,মহসিন কায়সারের হারিয়ে পেলা টাকা সে বিষয় আশিক নিশ্চিত হয়।পরে থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলামের উপস্থিতিতে আশিক প্রকৃত টাকার মালিক ব্যবসায়ী মহসিন কায়সারের হাতে টাকা গুলি তুলে দিয়ে,সততার দৃষ্টান্ত স্থাপন করেন পুলিশ কনষ্টেবল  আশিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা