May 3, 2024, 12:46 am
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

ফেনীতে পুলিশের ওসি পদ মর্যাদার ৬ কর্মকর্তার বদলী।

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা পুলিশ প্রশাসনে কর্মরত থাকা ওসি পদ মর্যদার ৬ কর্মকর্তাকে একইদিনে বদলী করা হয়েছে।৬ পুলিশ কর্মকর্তার বদলীর আদেশটি পুলিশ সদর দপ্তর থেকে রবিবার ২৩ জুন ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছায়।ফেনী জেলা পুলিশ সূত্রে জানাযায়,ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদকে শিল্প পুলিশে,ডিবির ওসি রাশেদ খান চৌধুরী ও সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃকামাল হোসেনকে এপিবিএনে বদলী করা হয়। এছাড়া ডিআইওয়ান মোঃশাহীনুজ্জামানকে ট্যুরিষ্ট পুলিশ,ফুলগাজী থানার ওসি (তদন্ত) পান্না লাল বড়ুয়া ও ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোঃশাহজাহান মিয়াকে ঢাকা পুলিশ সদর দপ্তরে বদলী করা হয়।সোনাগাজী মডেল থানায় দায়িত্বরত থাকা ওসি (তদন্ত) মোঃকামাল হোসেন ২০১৮ সালের ১৮ অক্টোবর সোনাগাজী থানায় ওসি (তদন্ত) হিসাবে যোগদান করেন। দাগনভূঞাঁ থানা থেকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর আবুল কালাম আজাদ পিপিএম ফেনী মডেল থানায় যোগদান করেন।তিনি মোঃরাশেদ খান চৌধুরীর স্থলাভিষিক্ত হন। রাশেদ খান চৌধুরী ছাগলনাইয়া থানা থেকে ২০১৬ সালের ৫ ডিসেম্বর ফেনী মডেল থানায় যোগদান করেন।আবুল কালাম আজাদকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাশেদ একি জেলায় গোয়েন্দা পুলিশের ওসি হিসাবে যোগদান করেন।ইতিপূর্বে তাকে নোয়াখালী বদলী করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা