সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন ভূঞাঁয়াকে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।১৭ জুলাই বুধবার দুপুরে তার মধুপুরের নিজ বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়েযান।তার অবস্থা আসংখাজনক দেখে ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
কাউন্সিলর সাখাওয়াতকে দিনে দুপুরে গুলিকরে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার বিষয় ফেনী মডেল থানার ওসি মোঃআলমগীর হোসেনের কাছে জানতে চাইলে,তিনি ঘটনার সত্যতা করেন এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।