সৈয়দ কামাল,ফেনী থেকেঃ ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে থানা এলাকাব্যাপী দুই দিনের সাঁড়াশী অভিযানে,সাড়ে ৫ বছর বয়সী এক শিশু ধর্ষণকারী ৭০ উর্ধ এক বৃদ্ধসহ একাধীক মাদক ব্যবসায়ী মাদক বহনকালে অভিযানকালীন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।২০ আগস্টের এক অভিযানে ওসি’র নেতৃত্বে থানার এসআই আলমগীর হোসেন,এএসআই মোঃওমর খাঁন, এএসআই মোঃআলী হোসেন, এএসআই মোঃনুর আল আহসান ও এএসআই মোঃআবদু মতিন,থানাধীন চাঁনপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে,শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রাম থেকে ওই গ্রামের,নিজাম উদ্দিনের পুত্র,চিহৃিত ইয়াবা ব্যবসায়ী মোঃরেজাউল করিম রাহি (২৫) কে ১০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
একই দিন উপজেলার পাঠাননগর ইউনিয়নের চাঁনপুর ব্রীজ এলাকায় ওসি’র নেতৃত্বে থানার এসআই মোঃহান্নান মিয়া ও পুলিশের নায়েক আবদুর রহিম অপর একটি অভিযান চালিয়ে,বাগেরহাট জেলার,আরজ আলীর পুত্র,বর্তমানে ফেনী শহরের পশ্চিম উকিল পাড়ায় অবস্থানরত ইয়াবা প্রাচারকারী মোঃওয়াজেদ মোল্লা (৪৬) কে ও ছাগলনাইয়া পৌরসভাধীন (৩ নং ওয়ার্ড) দক্ষিণ সতর নতুন পাড়ার,মৃতঃকালা মিয়ার পুত্র,মাদক ব্যবসায়ী নিজামুল হক নাজু (৪০) কে ১৯ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
১৯ আগস্ট ওসি’র নেতৃত্বে থানার এসআই মুনিরুল ইসলাম,এএসআই ফিরোজ আলম,এএসআই মোঃফারুক হোসেন,এএসআই ধীমান বড়ুয়া,এএসআই মোঃজাকির হোসেন ও এএসআই মোঃমতিউর রহমান উপজেলার শুভপুর ইউনিয়নের,উত্তর বল্লভপুর গ্রামে একটি অভিযান চালিয়ে,ওই গ্রামের মৃতঃমন্তু মিয়ার পুত্র,এলাকার চিহ্নিত মাদক প্রাচারকারী মোঃজামাল উদ্দিন প্রকাশ জামাল মেকার (৪৬) কে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন ওসি’র নেতৃত্বে থানার এএসআই মোঃখোকন মিয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে,এক অভিযান চালিয়ে ওই গ্রামের,কবির আহাম্মদের পুত্র, ছাগলনাইয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সৈয়দ আহাম্মদকে আটক করেন।
ওসি’র নেতৃত্বে থানা এলাকায় দুইদিন ব্যাপী চালানো সাঁড়াশী অভিযানে ধৃত মাদক ব্যবসায়ী ও শিশু ধর্ষণকারীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত পলাত আসামীসহ সকল আসামীকে ফেনী আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।