January 8, 2025, 3:42 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

ছাগলনাইয়ায় ক্যান্সার আক্রান্ত স্কুল ছাত্রী সাদিয়া বাঁচতে চায়

২৪ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃনুসরাত জাহান সাদিয়ার বয়স মাত্র ১০ বছর। মেধাবী এই শিক্ষার্থী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুণছে আর লেখাপড়া না করতে পারায় শুধুই কাঁদছে। সে ঢাকার মহাখালীর ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিষেশজ্ঞ ডাঃ মজিবুর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।  সে ছাগলনাইয়া উপজেলার উত্তর আধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও উত্তর আধারমানিক গ্রামের আহাম্মদের রহমানের বাড়ীর কৃষক মজিবুল হকের কন্যা। গত ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় আগারগাঁও বাংলাদেশ ইন্সটিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে প্রথমে তার ডান চোখে এবং গত ২০১৯ সালের এপ্রিল মাসে তার বাম চোখের টিউমার অপারেশন করার পর পরীক্ষা নিরিক্ষার এক পর্যায়ে তার সারকোমা ক্যান্সার ধরা পড়ে। এরপর শুরু হয় সাদিয়ার কেমো থেরাপি। ২১ দিন পর পর তাকে কেমো থেরাপী দিতে  হয়। প্রতিটা কেমোতে ৪০ হাজার টাকা লাগে। ৬ টা কেমো দেওয়া হয়েছে। আরো ১১টা লাগবে। সব মিলিয়ে প্রায় ৭-৮ লক্ষ টাকা লাগবে। তার পিতা দরিদ্র কৃষক সহায় সম্ভল বিক্রি করে তার চিকিৎসা করানোর পর বর্তমানে সে নিঃস্ব হয়ে পড়েছে। তার দরিদ্র পিতার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা খরচ বহণ করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে তার মেয়ের চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা সঞ্চয়ী হিসাব নং ০০১২১০০০২১৪৭৬ সাউথইষ্ট ব্যাংক, ছাগলনাইয়া শাখা, ফেনী। বিকাশ নাম্বার ০১৮১৭৩৫৫৪৮৯।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা