চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহ (ইন্নালিল্লাহি…রাজিউন)। থাইল্যান্ডের স্থানীয় সময় আজ শনিবার সকাল ১১টা ৫ মিনিটে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক মাহফুজউল্লাহর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পরে মুঠেফোনে মৃত্যুর খবর নিশ্চিত করেন মাহফুজউল্লাহর বড়ভাই অধ্যাপক মাহবুব উল্লাহ। বেশ কিছুদিন ধরে হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিতসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।