১ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায়া ৬ হাজার পিছ ইয়াবা টেবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ । আটক যুবকের নাম জনি । সে কুমিললা সদর থানার সোনাগঞ্জ গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে।
বুধবার কালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে জামালদী বাস ষ্ট্যান্ড এলাকায় ভবেরচর হাইওয়ে ইনচার্জ মোঃ কবির খানের নেতৃত্বে মোঃ জনিসহ ৬ হাজার পিছ ইয়াবা টেবলেট আটক করা হয়। হাই্ওয়ে ইনচার্জ মোঃকবির খান বলেন যানজট চলাকালে উল্ট পথে মোটরসাইকেলে চালক ও আটক জনি য্ওায়ার সময়ে বাধা প্রদান সময়ে যাত্রী জনিসহ একটি জুলানো ব্যাগে পলিথিনে মোড়ানো ৩ টি প্যাকেটে ৬ হাজার পিছ ইয়াবা টেবলেট আটক করা হয়। মোটরসাইকেল চালক পালিয়ে যায়। আটক জনির বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।