April 7, 2025, 6:15 pm
সর্বশেষ:
মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ান,সন্ত্রাসী ইসরাইলকে বয়কট করুন কেন্দ্রের অনুমতি ছাড়া কুমিল্লা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মীকে বহিষ্কার করা যাবেনা   উশু ফেডারেশনের সহ-সভাপতি হলেন ড. নুরুজ্জামান ‎মেঘনায় জাতীয়  ক্রীড়া দিবসে আলোচনা সভা   টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ৩২৯ উপজেলায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান নাজিমুদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে ঈদের আনন্দ নেই নলচরে, সম্প্রীতি ফিরিয়ে আনা জরুরি জেলা প্রশাসকদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের ক্ষমায় বহাল ইউপি চেয়ারম্যান,  বিশিষ্টজনদের মিশ্র প্রতিক্রিয়া 

হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বরণ ও বিদায়।

২ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি.  কম, সৈয়দ আনোয়ার :τ

কুমিল্লার হোমনা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত এবং বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠানে অভিনন্দন এবং বিদায় জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -২( হোমনা- তিতাস) নির্বাচনী এলাকার সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি স্বপ্নের মানুষ, আমি স্বপ্ন নিয়ে চলি, আমার অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলি আমি কৌশলে বাস্তববায়ন করি।’

তিনি আরো বলেন,‘ সরকার ও প্রশাসন মিলেমিশে কাজ করব, সরকার ও প্রশাসনের মধ্যে সম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও বিদায়ী ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা , বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা