July 27, 2024, 4:10 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বরণ ও বিদায়।

২ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি.  কম, সৈয়দ আনোয়ার :τ

কুমিল্লার হোমনা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত এবং বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠানে অভিনন্দন এবং বিদায় জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -২( হোমনা- তিতাস) নির্বাচনী এলাকার সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি স্বপ্নের মানুষ, আমি স্বপ্ন নিয়ে চলি, আমার অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলি আমি কৌশলে বাস্তববায়ন করি।’

তিনি আরো বলেন,‘ সরকার ও প্রশাসন মিলেমিশে কাজ করব, সরকার ও প্রশাসনের মধ্যে সম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও বিদায়ী ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা , বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা