December 22, 2024, 10:41 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

ঘূর্ণিঝড় ফনী আঘাত হানার পূর্বেই পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে ফেনী জেলা প্রশাসন।

৩ Ξমে ২০১৯
,বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃঘূর্ণিঝড় ফনী আঘাত হানার পূর্বেই পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে,ফেনী জেলা প্রশাসন।ঘূর্ণিঝড় আঘাত হানা পূর্ব প্রস্তুতি গ্রহণ বিষয় ২ মে বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে,এক জরুরি সভার আয়োজন করা হয়।উক্ত সভায় ফেনী

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, জেলায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উপকুলীয় উপজেলা সোনাগাজীসহ ফেনীতে ৭৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুতসহ ২৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।


তিনি আরো বলেন, উপকুলীয় এলাকায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে কমিটি করা হয়েছে। মহাপিবদ সংকেত শুরু হলে উপকুলীয় অঞ্চলের মানুষেদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে। আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার জন্য মসজিদে মাইকে প্রচার, প্রয়োজনীয় শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ইতোমধ্যে দূর্যোগ মোকাবেলায় ৫ লাখ নগদ টাকা, ২০ মেট্রিক চাল, ২ হাজার শুনকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা হয়েছে। গবাদি পশু জীবন রক্ষায় আক্রন্ত এলাকার মানুষদের সাইক্লোন শেল্টারে পূবে নিয়ে আসতে বলা হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসাইন, সিভিল সার্জনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বৃন্দ।

এদিকে সোনাগাজী উপজেলাকে দূর্যোগপূর্ণ এলাকা ঘোষণাকরে ওই এলাকায় দূর্যোগ মোকাবেলায় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃসোহেল পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নোমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

সোহেল পারভেজ বলেন, ঘূর্ণিঝড় ফণী আঘাত হানা পূর্ব প্রস্তুতি হিসেবে, পরিস্থিতি মোকাবেলায় সোনাগাজীর ৩৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে এবং ১৪টি চিকিৎসকদল প্রস্তুত রাখা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা